খুলনার ফুলতলায় পিয়া সরকার (১২) নামে এক কিশোরী কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
এ ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলার আলকা গ্রামস্থ মক্তির রাইচমিল চাতালে। সে ঐ চাতাল শ্রমিক প্রফুল্ল সরকার ওরফে পলাশের কন্যা।
এলাকাবাসী জানায়, সংসারিক কাজের বিষয়ে মঙ্গলবার বিকালে তার সৎ মা বকুনী দেয়। এতে পিয়া অভিমানে বিষপান করে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে ফুলতলা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার সাতক্ষীরায় গ্রামের বাড়িতে মরদেহের সৎকারে সম্পন্ন হয়।