ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২১:২১, ০৩-০৬-১৯
খুলনা মাহানগরীতে একশ লিটার দেশী মদসহ সনি (৩২) নামে একজন গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) সন্ধ্যায় খুলনা থানাধীন বার্মাশীল গলি থেকে তাকে আটক করা হয়।
খুলনা মহানগর ডিবি পুলিশ পরিদর্শক এনামুল হক বিষয়টি প্রবর্তনকে নিশ্চিত করেছে।