নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫৬, ২৫-০৫-১৯
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিশন ২০২১ উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে প্রচার কাজের অংশ হিসেবে খুলনা জেলা তথ্য অফিস আজ ডুমুরিয়া উপজেলার শিবপুর সাইক্লোন সেল্টারে মহিলা সমাবেশের আয়োজন করে।
শোভনা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রানু শীল এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন।
সমাবেশে বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, মাদকের কুফল, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, আশ্রয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সরকারের কর্মকান্ড তুলে ধরে বলেন, ভিশন ২০২১ এ মধ্যম আয়ের বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ এ উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।