ফারুকের শূন্য আসনে ফেরদাউসের সম্ভাবনা

.webp

ফারুকের শূন্য আসনে ফেরদাউসের সম্ভাবনা

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এই শূন্য আসনে অভিনেতা ফেরদৌসের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। মূলত চিত্রনায়ক ওমর সানী একাধিকবার ফেরদৌসের নাম প্রস্তাব করে নিজের অভিমত প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে ফেরদৌসের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা হলে তিনি বলেন, ‘ওমর সানী ভাই আমার নাম বলেছেন, কোথাও প্রস্তাব করেননি। তিনি নিজের অভিমত প্রকাশ করেছেন। এই অধিকার তো তাঁর আছে।

তিনি বলতেই পারেন। এ বিষয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না।’ফারুকের শূন্য আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে আছে কি না, এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, ‘দেখেন এই বিষয়টি নিয়ে কিছু বলার নেই। এখানের বলার কী আছে বলেন।

অর্থাৎ ফেরদৌস নিজ থেকে নির্বাচনের বিষয়ে কিছুই বলতে আগ্রহী নন। তবে এটা অনুমান করা যায়, একান্তই যদি দলীয় সিদ্ধান্ত আসে সে ক্ষেত্রে হয়তো তিনি অমত করবেন না।

এদিকে গণমাধ্যমে খবর এসেছে, প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে বুধবার গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এদিন দুপুর ১২টার দিকে কুমিল্লার কাপাশকান্দি এলাকায় পৌঁছান এ নায়ক। এ সময় তাঁকে একনজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা।

তবে তথ্যটি পুরোপুরি সঠিক নয় বলে জানালেন তিনি। ফেরদৌস বলেন, ‘এটা ঠিক নয়। আমি সর্বশেষ ২০১৬ সালে গিয়েছিলাম। বেসিক্যালি ওখানে আমার আত্মীয়-স্বজন কেউ থাকে না, যার ফলে যাওয়া হয় না। কিন্তু একটা স্কুলের সভাপতি আমি। নিয়োগের সময় যাওয়াটা একান্তই দরকার।’

জানা গেছে, ফেরদৌস তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেই তাঁর সেখানে যাওয়া।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top