ডুমুরিয়া প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:৫৩, ২৪-০৫-১৯
ডুমুরিয়ায় বিষাক্ত সাপের কামড়ে বৃন্ত পালিত নামের ৩ বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া গ্রামের স্কুল শিক্ষক বিপ্লব পালিতের একমাত্র পুত্র বৃন্ত পালিত ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাঢ়ীর আঙ্গিনায় খেলছিলো।
এসময় একটি বিষাক্ত সাপ হঠ্যাৎ শিশুটির ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়।পরিবারের লোকজন দ্রুত তাকে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশু বৃন্তের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।