নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ২১:১৪, ২৩-০৫-১৯
খুলনায় ১কেজি ওজনের স্বর্ণের বারসহ কুলসুম বেগম (৩৮) নামের এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোষ্টে তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটক কুসুম বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খাজুর বাড়িয়ার আবু তাহেরের স্ত্রী।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুল ইসলাম বলেন, ভারত থেকে এক কেজি সোনা নিয়ে নিয়ে কুলসুম বেগম বেনাপোল স্থল বন্দর হয়ে খুলনায় আসছিলেন। খানজাহান আলী থানাধীন পথের বাজার ফাঁড়ির পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন বাস তল্লাশি করে বাস যাত্রী কুলসুম বেগমকে আটক করে।
এই বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।