বাগেরহাট প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:১০, ২৩-০৫-১৯
বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) অংশগ্রহণ মূলক ব্যবস্থাপনা, সামজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপত্বি অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও সিইআইপি-১ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের জেয়ারম্যান এ্যাড. শাহ- ই- আলম বাচ্চু, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকুলুজ্জামান, সিইআইপি-১ প্রকল্পের টীম লিডার মোস্তফা আক্তারুজ্জামান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, সুশীলনের ডেপুটি টিম লিডার শিরিনা আক্তার, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প-১ এর আওতায় বাগেরহাট জেলার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ ও ৩৫/৩ পোল্ডার এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পরিকল্পনার মাধ্যমে সামাজিক আন্দোলন, সামাজিক বনায়ন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগীতা করা হবে।
অবহিতকরণ কর্মশালা বাগেরহাটের বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।