ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৮:৩৬, ২২-০৫-১৯
বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজ জিতেছে মাশরাফি বাহিনী। এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তারা।
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। চলতি মাসের শেষ দিকেই পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরের। বিশ্বকাপকে সামনে বিভিন্ন দল নিয়ে চলছে বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ। অনেক বিশ্লেষণেই উঠে আসছে বাংলাদেশের নাম।
সেই তালিকায় যুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটার অনিল কুম্বলে। বিশ্বকাপে বাংলাদেশ দলকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন তিনি। টাইগারদের নিয়ে নিজ দলকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও।
এ অবস্থায় ক্রিকেট নেক্সটকে কুম্বলে বলেন, বাংলাদেশকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। তারা গত কয়েক বছর ধরে সত্যি ভালো খেলছে। মাশরাফি খুব ভাল দলনেতা। সে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারে। যখন সে অধিনায়কত্ব করে তখন সত্যি এক ভিন্ন বাংলাদেশকে দেখতে পাবে।