ক্যাসিয়াসের দুঃসময়ে ধরা পড়ল স্ত্রীর ক্যানসার

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:৫১, ২২-০৫-১৯

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের পরপর সে রোমান্টিক মুহূর্তটা নিশ্চয়ই কেউই ভুলতে পারবেন না! কাপ জিতে মাঠেই একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। কিন্তু সাক্ষাৎকার দিয়েই সঞ্চালনার দায়িত্বে থাকা সাংবাদিকের ঠোঁটে চুম্বন এঁকে দেন তিনি। হতভম্ব দুনিয়া সেদিনই প্রথম জানতে পারে, সেই টিভি সাংবাদিক সারা কারবোনেরো আর ক্যাসিয়াস চুটিয়ে প্রেম করছেন অনেক দিন ধরেই। দুজনের সম্পর্কটা প্রকাশ করার জন্য বেছে নেওয়া হয়েছিল দারুণ সেই মুহূর্তটিকে। নয় বছর পর সেই ক্যাসিয়াস-সারা দম্পতি এখন অতিক্রম করছেন চরম দুঃসময়।

কিছুদিন আগে পোর্তোর হয়ে অনুশীলন করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ক্যাসিয়াস। ফুটবল ক্যারিয়ারটাই তাঁর হুমকির মুখে। সে রেশ কাটতে না কাটতেই স্ত্রী সারা ইনস্টাগ্রামে ঘোষণা দিলেন, জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।

ইনস্টাগ্রামে সারা লিখেছেন, ‘যেখানে এখনো আমরা একটা লড়াই জিততে পারিনি, জীবন আমাদের আরেকবার চমকে দিল। এবারের ভুক্তভোগী আমি। কিছুদিন আগে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে আমার জরায়ুতে একটা টিউমার ধরা পড়ে। সেটি নাকি ক্যানসারের লক্ষণ। ইতিমধ্যে আমার অস্ত্রোপচারে হয়েছে।’

তবে ছড়িয়ে পড়ার আগেই ক্যানসার শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন সারা, ‘ভাগ্য ভালো, ছড়িয়ে পড়ার আগেই আমরা ধরতে পেরেছি এটা। তবে এটা সত্যি, বেশ কয়েক মাস আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। আশা করছি, সে লড়াইয়ের শেষটা সুখকরই হবে।’

দুদিন আগে জন্মদিন ছিল ক্যাসিয়াসের। এবারের জন্মদিনটা যে ক্যাসিয়াসের বিশেষ ভালো কাটেনি, সেটা না বললেও চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top