কয়রা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৯:২৫, ২২-০৫-১৯
কয়রা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম , ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা ও নাসিমা আলম উপজেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহন করেছেন ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২২ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা এবং নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দের দায়িত্ব ভার গ্রহন এবং সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও ইউ আর সি মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্টানের প্রধান অতিথি খুলনা-৬ ,কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরন করে নেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বক্তব্য দেন বিদায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ আব্দুর রশিদ,মোছাঃ খালেদা আক্তার,নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা,নাসিমা আলম,সহকারী কমিশনার(ভুমি)মোঃ নুর ই আলম সিদ্দিকী,থানা অফিসার ইনচার্জ (তদন্ত)মোস্তফা হাবিবুল্যাহ,কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,আব্দুস সাত্তার পাড়,বিজয় কুমার সরদার,কবি সামছুর রহমান ,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম ,আব্দুল্যাহ আল মামুন লাভলু , ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার নাজমুস সাদাত,প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম প্রমুখ।