বাগেরহাট প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৯:০৭, ২২-০৫-১৯
বাগেরহাটে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে এই ধান সংগ্রহের উদ্ভোধন করেন বাগেরহাটে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্ত(ভারপ্রাপ্ত) একেএম শহিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার মজুমদার, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এখানে মধ্যসত্ত্বভোগীরা যাতে কোন প্রকার সুযোগ সুবিধা না পায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
বাগেরহাট জেলায় বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১৮৫০ মেঃটন ধান সংগ্রহ করা হবে।