খুলনার রুপসায় ৪০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদক মামলায় ৯ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১১ টায় রূপসার রহিম নগর কাষ্টম ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘মনির একজন মাদক ব্যবসায়ী। আগেও তার নামে মামল রয়েছে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গত রাতে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
ফেসবুকের সাথে কমেন্ট করুন