ঝিনাইদহ প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫২, ২২-০৫-১৯
ঝিনাইদহের সাধুহাটিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মোহাম্মদ হোসেন (৩২) নামে এক পিকাপের চালক নিহত হয়েছে।
বুধবার দুপুরে সাধুহাটি ধর্মতলা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় মোহাম্মদ। মোহাম্মদ সদর উপজেলার সাধুহাটি গ্রামের মোশাররফ করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, মোহাম্মদ হোসেন মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছিল।
হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খাম্বার (বৈদ্যুতিক পোল) সাথে ধাক্কা লাগে আহত হয়। এতে মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যায়।
সে পিকাপের চালক ছিল বলে তিনি আরো জানান।সদর থানা পুলিশ জানায়,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।