শ্যামনগর প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:৩৪, ২১-০৫-১৯
শ্যামনগরের ফ্রেন্ডশীপ এনজিওর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কর্তৃক ৯ গ্রামের পিপাষার্ত মানুষের নিকট থেকে অতিরিক্ত মুল্যে পানি বিক্রি করায় কয়েক হাজার নারী পুরুষ শিশু টানা রোদে প্রায় ৩ ঘন্টা যাবদ মানব বন্ধনে অংশ নেন।
জানাযায়, শ্যানগরের কয়েক গ্রামের খাবার পানির জন্য এলাকাবাসী ফ্রেন্ডশীপ এনজিওর দারস্থ হলে এনজিও কর্মকর্তারা বলেন, এলাকাবাসীর কেউ ৫ শতক জমি দান করলে আমরা পানির প্লান্ট করে দেব। সে অনুযায়ী এলাকাবাসী ৫ শতক জমি দান করেন। সেখানে ফ্রেনন্ডশীপ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প থেকে সুপেয় পানির প্লান্ট তৈরী করে। তৈরী করার পর এলাকাবাসীর নিকট লিটার প্রতি ৬০ পয়সা হারে পানি বিক্রি শুরু করেছে তারা।
স্থানীয় স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ও মসজিদের মুসল্লীরা পানি আনতে গেলে তাদের নিকট টাকা ছাড়া পানি দিচ্ছেনা। যে কারনে গতকাল দেওল, খুটিকাটা, কাচিহারানিয়া, শংকরকাটি, গোবিন্দপুর সহ কাশিমাড়ী ইউনিয়নের ৯ গ্রামের নারী, শিশু, বৃদ্ধ, ইমাম, শিক্ষক সহ ৫/৬ হাজার মানুষ মিছিল ও মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রায় ৩ ঘন্টা দুপুরের রোদে দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় তারা খালি কলস, বালতি,ড্রাম হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক তপন বিশ্বাস, ইউপি সদস্য হামিদুল কবীর বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, এনজিও দৃষ্টি নন্দন এর পরিচালক আঃ রশিদ, দেওল জামে মসজিদের ইমাম মোঃ সোহবার হোসেন, ইউপি সদস্য আক্তার ফারুক, ইউপি সদস্য শুধাংশু রায়, দেওল জামে মসজিদের সভাপতি সামছুর রহমান গাজী, শিক্ষক হারুন অর রশিদ, সমাজ সেবক আতিয়ার রহমান, মিন্টু সরদার, জাহিদুল কবীর, আইপিএম ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মুকুল হোসেন, শংকরকাটি জামে মসজিদের সভাপতি আঃ মান্নান, ডিএস সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, ৭ম শ্রেনীর ছাত্র রনি প্রমূখসহ প্রায় ৫ হাজার তৃষ্ণার্ত মানুষ।
তাদের দাবী সেবার নামে পানি বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় দানকৃত জমি ফেরত দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে দাবী না মানলে বৃহত্তর কর্মসূচী দেওয়ার ও হুমকি দেন তারা।