ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (২০ মে) রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি মির্জা আব্বাসকে দেখতে যান ড. মোশাররফ হোসেন।
তিনি মির্জা আব্বাসের পাশে বসে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মির্জা আব্বাস তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন : বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব
এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের স্ত্রীয় আফরোজা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।