নড়াইল প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:২৫, ২১-০৫-১৯
নড়াইলে চলমান খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক আনজুমান আরা মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। এসময় সরকারী কর্মকর্তা এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, নড়াইল জেলার ৫টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে ১৪শ’ ৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষকের নিকট থেকে সরাসরি ২৬/- টাকা কেজি (প্রতি মন-১০৪০/- টাকা) দরে বোরো ধান ক্রয় করা হবে।
পরে জেলা প্রশাসক আনজুমান আরা সদরের মাইজপাড়া বাজার মনিটরিং এ যান। এসময় সদর ইউএনও সালমা সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।