‘কোট পরা ভদ্রলোক’ নিয়ে আসছে মোশাররফ- যাকের

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:৫১, ২১-০৫-১৯

গত বছর ঈদের জন্য নির্মাতা সাজিন আহমেদ বাবু নির্মাণ করেছিলেন ঈদের সাত পর্বের ধারাবাহিক ‘পোশাকেই বংশের পরিচয়’। মোশাররফ করিম, ইরেশ যাকের প্রিয়া জান্নাতুল ও জুঁইকে নিয়ে করেছিলেন নাটকটি। দর্শকদের কাছে বেশ প্রশংসিতও হয় সেটি। যার ধারাবাহিকতায় এবার বাবু নির্মাণ করলেন নাটকটির সিক্যুয়েল। নাম ‘কোট পরা ভদ্রলোক’। তবে সিক্যুয়েলে পিয়া জান্নাতুল নেই। তার স্থানে এসেছেন চিত্রনায়িকা তমা  মির্জা ও প্রকৃতি।

সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক। পোশাক ভদ্রতার কতটা পরিচয় বহন করে সেটা দেখানো হয়েছিল আগের পোশাকেই বংশের পরিচয়ে। পোশাকের বিষয়টি থাকছে সিক্যুয়েলেও। কোটকে ভদ্র লোকের পোশাক বলা হয়। এই কোট পরলেই কী ব্যক্তি ভদ্র হয়ে যায়? পোশাকের এ বিষয়টিই এ নাটকের উপজিব্য বলে জানালেন পরিচালক। আরও জানালেন, ভদ্র লোকের পোশাক পরে অভদ্র লোকের কিছু কাণ্ড দেখানো হবে এতে।

‘কোটপরা ভদ্রলোক’ নাটকের গল্প নিয়ে খুশি অভিনেতা মোশা্ররফ করিম। তিনি বলেন, ‘গত বছর বাবুর পোশাকেই বংশের পরিচয় করে ভালো লেগেছিল।এবারের গল্পটিও ভালো। নাটকটিতে সুন্দর একটি মেসেজ রয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

নাটকটি নিয়ে ভালো লাগার মন্তব্য করেছেন অভিনেতা ইরেশ যাকেরও। তিনি বলেন, ‘ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে নাকটি। সেই সঙ্গে দর্শকদের দারুন একটি মেসেজও দেবে।’

সাত পর্ব এ নাটকটির অন্যতম নায়িকা তমা মির্জা বলেন, ‘এরইমধ্যে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে আমার সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ও ইরেশ যাকেরকে দর্শকরা দেখতে পাবেন আরও আছেন জুই ভাবি ও প্রকৃতি। সবাই দারুন অভিনয় করেছেন।’

ঈদের দিন থেকে একুশে টিভিতে টানা সাতদিন এ নাটকটি দর্শকরা দেখতে পাবেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top