ফুলতলা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:০৫, ২১-০৫-১৯
ফুলতলা উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত মঙ্গলবার বেলা আড়াইটায় ফুলতলা খাদ্য গুদাম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি কাজী বার্মি, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সরদার, ইউপি সদস্য ফেরদৌস হোসেন, কৃষক প্রতিনিধি রবিউল ইসলাম মোল্যা, আঃ রশিদ জমাদ্দার প্রমুখ।
উল্লেখ্যঃ ফুলতলায় কৃষি বিভাগ কর্তৃক তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে সরাসরি প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলায় মোট ১৩২ মেঃটন ধান ক্রয় করা হবে।