নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিতঃ ১৮:৫৪, ১৯-০৫-১৯
খুলনায় অস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে জেলার ফুলতলা ও তেরোখাদা উপজেলা থেকে এসব উদ্ধার করা হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলার যুগ্নিপাশা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম মাসুম (২৮) নামে এক জনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, এক রাউন্ড গুলি ও ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে যশোরের নওয়াপাড়া এলাকার রবিউল বিশ্বাসের ছেলে।
অপরদিকে জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ৩০ পিস ইয়াবাসহ খোকন শেখ ওরফে হাতকাটা খোকনকে (৪০) আটক করা হয়। সে তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকার মৃত রাঙা মিয়া শেখের ছেলে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।