ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৪১, ১৯-০৫-১৯
কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল খুলনাবাসী। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও ফিরেছে কিছুটা প্রশান্তি।
রমজান শুরুর পর থেকে মানুষ বৃষ্টির জন্য প্রতিনিয়ত অপেক্ষায় ছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটলো সোমবার (১৯মে) বিকাল সাড়ে ৪ টায়।
ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে তীব্র তাপদাহের পর এ বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রা। এতে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি।
পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে বৃষ্টি।
বেসরকারী চাকুরীজীবী সোহাগ রেজা প্রবর্তনকে বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে অস্থির হয়ে পড়েছিল খুলনাবাসী। তাপদাহ যেন দিন দিন বেড়েই চলছিল। খরতাপে দগ্ধ নগর জীবনে বৈশাখের বৃষ্টিতে স্বস্তি মিলেছে।