পাইকগাছা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:২৪, ১৯-০৫-১৯
সড়ক দূর্ঘটনায় আহত পাইকগাছার দেলুটী ইউপি সদস্য দীপক কুমার মন্ডল আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দীপক কুমার মন্ডল (৪২) উপজেলার দেলুটী ইউনিয়নের জকারহুলা গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
তিনি অত্র ইউপি’র ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন। গত ১০ মে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় যোগদানের উদ্দেশ্যে দিপক মটর সাইকেল যোগে বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিল।
পৌরসভার চারাবটতলা নামক স্থানে পৌছালে এক দুধ বিক্রেতা সাইকেল আরোহী তার মটর সাইকেলের সামনে চলে আসে। এ সময় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইউপি সদস্য দীপক পাল্টি খেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। প্রথমে গাজী মেডিকেল পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও হেল্থ কেয়ার হয়ে সর্বশেষ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিপক।
চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা পৌনে ১২টার দিকে দিপক না ফেরার দেশে চলে যান। দুপুরের পর তার মৃত্যুদেহ গ্রামের বাড়ীতে পৌছায় বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন।