ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২১:১৮, ১৮-০৫-১৯
খুলনায় হোটেল রয়্যাল, হোটেল ওয়েষ্টার্ন ইন ও নিউ রুচি আইসক্রীম ফ্যাক্টারিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুরে খুলনা জেলা প্রশাসন ও এপিবিএন এর অপস্ এন্ড ইন্টেলিজেন্স টীমের সম্বনয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান কালে, নগরীর হোটেল রয়্যাল ও হোটেল ওয়েস্টার্ণ ইন কে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন অপরাধে সত্তর হাজার টাকা করে ১ লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল দুটিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।
এছাড়াও খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ডে নাইট কলেজ মোড় এলাকায় নিউ রুচি আইসক্রীমকে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।