হোপ-অ্যামব্রিসের ফিফটির পর বৃষ্টির বাগড়া

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৩৬, ১৭-০৫-১৯

শাই হোপ ও সুনীল অ্যামব্রিসের দুর্দান্ত ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে উইন্ডিজ। দুজনেই দেখা পেয়েছেন ফিফটির। তবে ইনিংসের ২১তম ওভারের প্রথম বল শেষ হতেই বৃষ্টি বাগড়ায় থমকে গেছে খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির তোড় কমতে শুরু করেছে।

বৃষ্টির কারণে আজ কোনো ফলাফল না এলে শিরোপা জিতবে বাংলাদেশ। ক্রিকেট আয়ারল্যান্ড এমনটাই জানিয়েছে। গ্রুপ পর্বে উইন্ডিজকে দু’বার হারানোর পুরস্কার হিসেবেই টাইগারদের হাতে উঠবে শিরোপা।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার (১৭ মে) ডাবলিনে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশে নেই সাকিব আল হাসান।

সপ্তমবারের মতো কোনো সিরিজের ফাইনালে বাংলাদেশ। এমন এক ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাসের পাশাপাশি অস্বস্তির নাম সাকিবের পিঠের চোট। খেলছেন না ফাইনাল ম্যাচে। তবে সাকিবের ইনজুরি নিয়ে ভাবছেন না অধিনায়ক মাশরাফি। বরং প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান টাইগার দলনেতা।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও  মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও রামোন রেইফার।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top