ডুমুরিয়া প্রতিনিধ, Prabartan | প্রকাশিতঃ ২০:৩৩, ১৭-০৫-১৯
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে খর্ণিয়া ইউপি চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোল্যা মুজিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগনেতা এ্যাড,রবীন্দ্রনাথ মন্ডল। প্রধান বক্তা ছিলেন আ’লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা সরোয়ার।
শেখ জাহাবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগ নেতা সরদার আব্দুল গণি,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,অধ্যাপক কেএম হযরত আলী,রতন কুমার কুন্ডু,ইউনিয়ন আ’লীগ সভাপতি নারায়ন চন্দ্র মল্লিক,খান এ রহমত,আব্দুল গফ্ফার,আবু সাঈদ,সেলিম আবেদ,পরিতোষ হালদার,গোলাম রসুল মোল্যা,আঃ হালিম,ডাঃ মনিরুল ইসলাম শেখ,হাবিবুর রহমান প্রমূখ।