পাইকগাছা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:১২, ১৭-০৫-১৯
টর্নেডো লন্ড-ভন্ড করে দিয়েছে পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার ৪ গ্রাম।
গত মঙ্গলবার বেলা ২টার দিকে আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো। এতে ৪ গ্রামের অর্ধশতাধিক বসত বাড়ী বিধ্বস্ত, অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ এবং শতশত গাছপালা উপড়ে যায়। টর্নেডো আঘাত হানার ৩ দিন অতিবাহিত হলেও গরীব ও অসহায় পরিবারগুলো এখনও তাদের ক্ষতিগ্রস্থ বসত বাড়ী সংস্কার করতে পারেননি। এদিকে, বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস ও ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করেছেন।
সূত্র মতে, গত ৩ মে মধ্যরাতে প্রলংকারী ঘুর্ণিঝড় ফণী আঘাত হানে দেশের উপকূলীয় এলাকায়। এতে উপকূলীয় পাইকগাছার ঝুকিপূর্ণ ইউনিয়নগুলিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ফণীর ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই গত মঙ্গলবার বেলা ২টার দিকে হঠাৎ আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো। টর্নেডো’র বৈশিষ্ট্য অনুযায়ী গোটা উপজেলায় আঘাত না হানলেও আঘাত হানে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর, বাইনবাড়িয়া, কাঠালতলার ঋষি বাড়ী ও পার্শ্ববর্তী কয়রার ভাগবা সহ ৪টি গ্রামে। টর্নেডো এত টাই বেশি শক্তিশালী ছিল যে এর আঘাতে ৪টি গ্রাম সম্পূর্ণ লন্ড-ভন্ড হয়ে যায়।
বিধ্বস্ত হয় কাঁচা ও আধাপাকা অর্ধশতাধিক বসত বাড়ী। শতশত গাছপালা ভেঙ্গে উপড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের মনিশংকর বাওয়ালী জানান, ঘুর্ণিঝড় ফণীর ক্ষতি এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি। এরমধ্যে মঙ্গলবার আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো।
এতে আমার বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একইভাবে একমাত্র টিন সেডের বসত ঘরটি টর্নেডোর আঘাতে উড়ে যায় বলে জানান, ভাগবা গ্রামের খালেক সরদারের ছেলে আকরাম সরদার। গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, টর্নেডোর আঘাতে ৪ গ্রামের প্রায় অর্ধ শতাধিক বসত বাড়ী, দক্ষিণ বাইনবাড়িয়া পাঠশালা, কাঠালতলার যোসেফ দাশের বাড়ীর কালিমন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
টর্নেডো আঘাত হানার পরের দিন আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করেছি এবং ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণনয় করে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু মহোদয়কে অবহিত করেছি। আশা করছি, সংসদ সদস্যের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুব দ্রুত সরকারি সাহায্য, সহযোগিতা পাবে।