ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৯:১০, ১৭-০৫-১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৪ মে) থেকে সব আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হল বন্ধ থাকবে আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টায় বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক এস এম হাসান জাকিরুল ইসলাম এ তথ্য জানান।
ইতোমধ্যে বুধবার (১৫ মে) থেকে আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা এবং ২২ মে (বুধবার) থেকে সব অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন।
এদিকে ঈদের ছুটি উপলক্ষে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা।