শ্যামনগর প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২০:০৫, ১৭-০৫-১৯
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল ১৭ মে সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে ও আওয়ামী নেতা শেখ আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-৪ শ্যামনগর+কালিগঞ্জ (আংশিক) সংষদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা সম্পাদিক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, আওয়ামী নেতা স,ম আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সুশান্ত বিশ্বাস বাবুলাল, ইউপি সদস্য ভবতোষ মন্ডল, কুমুদ রঞ্জন গায়েন, মেহেদী হাসান মারুফ প্রমুখ। কৃষকলীগের সভাপতি-সম্পাদক সহ উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল খালেক।