বাগেরহাট প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৭:৪৯, ১৬-০৫-১৯
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ওস্তাদ ও সাগরেদদের মাঝে প্রশিক্ষন ভাতা বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের আমলাপাড়া এলাকায় অনুষ্ঠিত প্রশিক্ষন ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন।
বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, এই প্রশিক্ষনের ফলে বিলুপ্ত প্রায় কয়েকটি পেশায় দক্ষ জনবল তৈরি ও এসব পেশার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নরসুন্দরের ৬জন ওস্তাদ ও ১২ জন সাগরেদ, কুমারের ৫জন ওস্তাদ ও ১০ জন সাগরেদ, মুচির ৫জন ওস্তাদ ও ১০ জন সাগরেদ, ঋষির ৩জন ওস্তাদ ও ৬ জন সাগরেদ, কামারের ১জন ওস্তাদ ও ২ জন সাগরেদ মোট ২০ জন ওস্তাদ এবং ৪০ জন সাগরেদের মাঝে ২লাখ, ৪৮ হাজার চল্লিশ টাকা বিতরণ করা হয়।