মাগুরার জগদলে প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৮:২১, ১৬-০৫-১৯

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের দমদম গ্রামে বুধবার রাতে প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে গিয়ে মোঃ মুরাদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছে।

জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত রাত ১১টার দিকে দমদম গ্রামের শামীম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এ সময় আগুন নিভাতে গিয়ে প্রতিবেশি হাজেফ মোঃ মুরাদ , বাড়ির মালকি শামীম ও মনিরুল অগ্নিদগ্ধ হলে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানে ভর্তি করা হয়েছে। এ সময় বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top