শ্যামনগর প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৭:০৮, ১৬-০৫-১৯
শ্যামনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় শ্যামনগরে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৬ মে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল দোলনের সভাপতিত্বে ও গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান।
তিনি তার বক্তেব্যে বলেন, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় গ্রাম আদালত আইন অনুযায়ী নারী ও শিশু সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে অবশ্যই একজন নারী প্রতিনিধি থাকবে। এই তথ্যগুলো সাধারন জনগণকে বুঝতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যারা আইন সেবা নিতে আসবে তারা যেন হয়রানি না হয়, তারা যেন সঠিক বিচার পায়, সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও জিএম শোকর আলী, মহিলা অধিদপ্তরের জাহিদ হাসান প্রমুখ।
সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন তার বক্তেব্যে বলেন, বাংলাদেশ সরকারের একটি মহা উদ্যোগ গ্রাম আদালত। যার মাধ্যমে এলাকার সাধারন মানুষ ন্যায় বিচার পেতে পারে। তার জন্য আমরা সার্বিক সহযোগীতা করবো এবং গ্রাম আদালতের শুনানীর দিন শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে সপ্তায় একটি নির্ধারিত দিন আমরা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং-এ নির্ধারন করবো।