ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার নেতাকর্মীদের উপর হামলা, বাড়িতে ভাংচুর ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. সলিমুল্লাহ সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
এসময় জেলা, পৌর ও উপজেলার বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং জেলা যুবদল-ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে সমবেত হন। দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে।