ডেস্ক রিপোর্ট :পুলিশের বাধা উপেক্ষা করে দেশব্যাপী হামলা, মামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।শনিবার (১৪ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই : তথ্যমন্ত্রী
জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি ও জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান। এ সময় জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন