শচীনের নিকট বিশ্বসেরা বোলার বুমরাহ

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:২৬, ১৪-০৫-১৯

আইপিএলের ১২তম আসরের মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপার জয়ের অন্যতম অবদান রাখেন জাসপ্রিত বুমারহ। ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। তাই পেসারের প্রশংসা করতে ভুলেননি ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বুমরাহকে বিশ্বসেরা বোলার বলে আখ্যায়িত করেছেন। তবে এখনও নিজের সেরাটা দেয়ার বাকি রয়েছে এই পেসারের বলে মনে করেন তিনি। আর সেই পারফরমেন্সের প্রতিক্ষাতেই আছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার।

বুমরাহ শুধু আইপিএলে নয়, ক্রিকেটের যে কোন পর্যায়ে বুমরাহর কাছ থেকে এর চেয়েও ভালো প্রত্যাশা করছেন ভারতের হয়ে ৪৬৩ ওয়ানডে খেলা শচিন। তার ভাষায়, ‘আমি একটা কথা সাফ সাফ বলে দিতে চাই। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলারের নাম জাসপ্রিত বুমরাহ। আমি এও মনে করি, ওর সেরা খেলাটা আমরা এখনও দেখতে পাইনি। আশা করব, ভবিষ্যতে সেটা দেখতে পাব।’

ফাইনালে ম্যাচ সেরার পুরষ্কারটা বুমরাহর হাতেই উঠেছে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। পুরো টুর্নামেন্টে ১৬টি ম্যাচ খেলে ৬.৬৩ ইকোনমিতে ১৯ উইকেটের মালিক বুমরাহর প্রশংসা করেছেন মুম্বাইয়ের ক্রিকেটার যুবরাজ সিং। তিনি বলেন, ‘আমিও মনে করি বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। জীবনের সেরা বোলিংটা করছে ও।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top