ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খুলনার সন্তান। জেলার খালিশপুরের কাশিপুরে তার বেড়ে ওঠা। কাশিপুর ক্রিকেট একাডেমিতে খেলে বড় হয়েছেন তিনি। এবার খুলনার সেই কাশিপুর ক্রিকেট একাডেমির কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন মিরাজ। শুক্রবার (১৩ মে) নতুন করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ খালিদ আহমেদ। ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক সেতু। এছাড়া দুজন সহ-সভাপতি হয়েছেন হাফিজুর রহমান শাহিন ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ দিপু, সাংগাঠনিক সম্পাদক মো. মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. রাব্বু হোসেন, প্রচার সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো. রমজান মোল্লা রনি ও দপ্তর সম্পাদক মো. সিফাত হোসাইন।
সদস্য নির্বাচিত হয়েছেন- আল আমিন, মো. আমিন, মো. এমদাদুল, মো. হাসিব, মো. বিল্লাল, মো. জাহিদ, মো. শামীম, মো. জুয়েল, মো. কাওসার, রাজা হাসান, মো. নূর, মো. লিটু, মো. আলিফ, মো. সজীব, নয়ন, মো. অনিম, নাসির উদ্দিন, মো. আরাফাত হোসাইন, মো. রাব্বি ও মুসান্না চৌধুরী।