ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৩২, ১৩-০৫-১৯
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ এবং সুনীল আমব্রিস। এরপর উইন্ডিজ শিবিরে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। আগের ম্যাচে সেঞ্চুরি করা আমব্রিসকে ফেরান তিনি। দারুণ ক্যাচ ধরেন সৌম্য সরকার।
সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে। ঝড়ো শুরু করা আমব্রিস ১৯ বলে ২৩ করে ফিরে গেছেন। স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দেন তিনি। ক্রিজে আছেন ১৮ রানে ব্যাট করা শাই হোপ এবং ৫ রানে ব্যাট করছেন ড্যারেন ব্রাভো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।