ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:১৫, ১৩-০৫-১৯
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৩ দিনের রাজনৈতিক সফরে রংপুর গেলেন। তার সফর সঙ্গী রয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা।
আজ দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যনের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব এ তথ্য জানান।
তিনি জানান, আজ সকাল ৯ টায় বিমানযোগে রংপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং আগামী বুধবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।