ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিষধর সাপের ছোবলে বেলাল উদ্দিন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকালে উপজেলায় মহানন্দা নদীর পাড়ে জমিতে সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বেলাল একই উপজেলার বজরাটেক (ঈদগাহপাড়া) গ্রামের মহিউদ্দিনের ছেলে।মৃতের চাচা মো. সাদ্দাম আলী জানান, সকালে নিজের শ্যালো মেশিনে অন্যের ভুট্টার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন বেলাল।
আরও পড়ুন : মজুত করা তেল নতুন দামে বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পানি দেওয়ার সময় জমির চারদিকে ঠিক মতো সেচ হয়েছে কিনা তা দেখার সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। খবর পেয়ে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত হয়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন