ওপেনিংয়ে তামিমের আস্থা সৌম্যের উপর

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ২০:৩২, ১১-০৫-১৯

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েই সৌম্য করেছেন বাজিমাত। ওপেনিংয়ে নেমে ৬৮ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ৭৩ রান। তাই ইংল্যান্ডের বিশ্ব আসরে তামিমের ওপেনিং সঙ্গীর দৌড়ে এগিয়ে গেছেন তিনি।

একটি ইনিংস বদলে দিয়েছে দৃশ্যপট। বিশ্বকাপে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী ভাবা হচ্ছিল যেখানে লিটন দাসকে, সেখানে এখন এগিয়ে সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছেন তামিমও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম খেলেছেন ৮০ রানের ইনিংস। যদিও শুরুতে খুব ভুগতে হয়েছিল তাকে। কঠিন ওই পরিস্থিতিতে অন্যপ্রান্তে সৌম্য সাবলীল ও আক্রমণাত্মক ব্যাট করায় চাপমুক্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল ওপেনার। শুক্রবার অনুশীলনের পর সংবাদমাধ্যমের সামনে কথা বলার পর সৌম্যর প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে, ‘সবসময় বলি, ও (সৌম্য) যে ধরনের ব্যাটিং করে, তা আমার ওপর থেকে চাপ অনেকটা কমিয়ে দেয়। সত্যি বলতে আমার ইনিংসটায় ওর সাহায্য অনেক ছিল।’

তামিমের এই কথায় বোঝা যাচ্ছে সৌম্যর ওপর তার আস্থা কতটা। বিশ্বকাপ মঞ্চে তাদের ওপেনিংয়ে দেখার সম্ভাবনা বেড়ে গেছে। কিন্তু দুজনই তো বাঁহাতি? তামিমের কাছে অবশ্য বিষয়টা বড় কোনও ইস্যু নয়, ‘আধুনিক ক্রিকেটে এটা অত গুরুত্বপূর্ণ হলে তো ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার এমন সফল জুটি হতো না, ওরা দুজনেই বাঁহাতি। আমার আছে এসব গুরুত্বপূর্ণ মনে হয় না। অনেক দলের ট্যাকটিকস থাকতে পারে এরকম।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top