ডুমুরিয়ায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে রাস্তার পাগল নিহত, আটক-২

ডুমুরিয়া প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ২২:১৩, ১১-০৫-১৯

ডুমুরিয়ায় ‘ছেলে ধরা’ সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক রাস্তার পাগল (৫৫) নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাঠালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত ২ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৫ জন এজাহার নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, দেশব্যাপি যখন ছেলে ধরা, রোহিঙ্গা ও বোরখা বাহিনী নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার রাত অনুমান ১০টার দিকে অজ্ঞাত এক রাস্তার পাগল উপজেলার মাগুরখালী ইউনিয়নের কাঠালিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। তাকে দেখে স্থানীয় অতি উৎসুক কতিপয় জনতা ও্ই পাগলের নাম ঠিকানা জানতে চায়।

এসময় পাগল তাদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে তারা সংঘবদ্ধ হয়ে তাকে ছেলে ধরা সন্দেহে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তারা তাকে লাঠিসোটা দিয়ে আবারও মনের মত পিটাতে থাকে। এরপর পাগলের অবস্থার বেগতিক দেখে ওই রাতেই তাকে উদ্ধার করে চিকিৎসার নামে দু’যুবক একটি ভ্যানগাড়ী যোগে কপিলমুনি হাসপাতালে নেওয়ার পথিমধ্যে পুলিশ খবর পেয়ে ঘাতক যুবক কাঠালিয়া এলাকার খগেন্দ্র মন্ডলের ছেলে মধুসুদন মন্ডল (৪০) ও সাহস ঘোষগাতি এলাকার মিলন মোড়লের ছেলে মেহেদী মোড়ল (৩০) কে আটক করা হয় এবং আহত পাগলকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

এ ঘটনায় মাগুরখালী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই রনজিত রায় বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে গুজব আতংক থেকে রেহাই পেতে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাাইকিং, উঠান বৈঠকসহ জনসচেতনতা মুলক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে ওসি জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top