যশোর অফিস, Prabartan | প্রকাশিতঃ ২২:০৯, ১১-০৫-১৯
যশোরে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। শনিবার শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যলয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতিমখানার কয়েকশ’ শিক্ষার্থী এ ইফতারে অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, অ্যাডভোকেট আবু মুরাদ, যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, শহিদুল বারী রবু, রাশেদ আব্বাস রাজ, এহসানুল হক সেতু, উপাধ্যক্ষ মকবুল হোসেন, খায়রুল বাশার শাহীন, মহিলাদলের নেত্রী ফেরদৌসী বেগম, রাশিদা রহমান, জোসনা আলীম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শেখ আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হায়দার রানা, নির্মল কুমার বীট, সাইদ ইসলাম রাজু, মিজানুর রহমান মিলন, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর রায়হান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মাহফিলে সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।