যশোর অফিস, Prabartan | প্রকাশিতঃ ২২:০৮, ১১-০৫-১৯
বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে শার্শা থানার রুদ্রপুর ও দৌলতপুর থেকে ৬৮ বোতল ফেনসিডিল, ১৩ বোতল বাংলা মদ, ৭৮ কেজি চা পাতা, ২৩০ বোতল কেশ কালার এবং ৩৫৯ পিচ মেহেদিসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে।
আটককৃকতরা হলো, শার্শা উপজেলার বাইকোলার গ্রামের খাইরুলের ছেলে মফিজুল মন্ডল, আনার হোসেনের ছেলে আলমগীর হোসেন, অগ্রভুলাট গ্রামের আদম আলীর ছেলে তরিকুল ইসলাম, রুদ্রপুর গ্রামের মোসলেম কাজীর ছেলে শহিদুল ইসলাম।
২১ বিজির সদস্যরা শনিবার ভোর ৬টার দিকে রুদ্রুপুর মাঠ থেকে মফিজুল, আলমগীর, ইকবাল, তরিকুলকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে শহিদুলকে আটক করা হয়।
রুদ্রপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ১৩ বোতল বাংলা মদ, দৌলতপুর বিওপি টহল দল ৭৮ কেজি চা পাতা, কেশকালার ও মেহেদি উদ্ধার করা হয়েছে।