ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫৫, ০৯-০৫-১৯
উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা আগামী বছর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। ফেসবুক নিয়ন্ত্রণাধীন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর থেকে উইন্ডোজ ফোনে নিজেদের সমর্থন বন্ধ করতে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ডিসেম্বর থেকে উইন্ডোজ মোবাইল ডিভাইসের সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তাদের অনুসরণ করে হোয়াটসঅ্যাপও এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনে উইন্ডোজ ফোনের জন্য সর্বশেষ আপডেট প্রকাশ করবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তাদের বেটা ওয়াচার ডব্লিউবেটাইনফো একটি ইউনিভার্সাল উইন্ডোজ প্লাটফর্ম (ইউডব্লিউপি) উন্নয়নে কাজ করছে। এটি উইন্ডোজ ডেস্কটপ ও উইন্ডোজ ফোন উভয় প্লাটফর্মেই ব্যবহার উপযোগী হবে। তবে কবে নাগাদ এ অ্যাপটি পাওয়া যাবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ডব্লিউবেটাইনফো।