ফুলতলা প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৯:৫১, ০৮-০৫-১৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উদযাপনে তার স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি খুলনার ফুলতলা দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র কমপ্লেক্সের মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচান সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন ইউএনও পারভীন সুলাতান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন। বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা সুলতানার পরিচালনায় প্রধান আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক।