ফুলতলার জমি জালিয়াতির ঘটনার তদন্ত করবে মানবাধিকার কমিশন

বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিতঃ ১৪:৩৭, ০৭-০৫-১৯

জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মৃত বাবর আলী শেখের পুত্র ওসমান আলী শেখ বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ে এই মর্মে অভিযোগ করেন যে, ফুলতলা উপজেলার খান শাহিদা সুলতানা ও আল আমিন শেখ উক্ত ওসমান আলী শেখের সম্পত্তি জালদলিলের মাধ্যমে আত্মসাথ করার চেষ্টা করছ্ েএমনকি ওসমান আলী শেখের পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রাণি করছে।

উক্ত জমি জালিয়াতির ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। উক্ত জালিয়াতির প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য উভয়পক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সর্বমহলের সাহায্য কামনা করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top