ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৪:৩৪, ০৭-০৫-১৯
এক নির্বাচনী প্রচারণায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছেন এক প্রতিবাদকারী তরুণী। সোমবার নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে একটি নারী সংঘের অনুষ্ঠানে এ ঘটনার শিকার হন তিনি। খবর বিবিসির।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিক্ষিপ্ত ডিমটি মরিসনের মাথায় লাগলেও না ভেঙে ছিটকে যায়। স্থানীয় টেলিভিশনের ফুটেজে ঘটনাস্থল থেকে এক তরুণীকে (২৫) আটক করতে দেখা গেছে। এ সময় ধাক্কা লেগে একজন বয়স্কা নারী পড়ে যান। তিনি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টাকালে মরিসন এগিয়ে গিয়ে তাকে উঠতে সহায়তা করেন।
এ ঘটনাকে ‘দুর্বল হৃদয়ের মানুষের কাজ’ হিসেবে অভিহিত করে এক টুইটে মরিসন বলেছেন, ‘আলবুরিতে আজকের ঘটনায় আমি পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে নিয়ে উদ্বিগ্ন হয়েছি। আমি তাকে উঠতে সহায়তা করেছি ও জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।’
উল্লেখ্য, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।