আফগানিস্তানে তালেবান হামলায় ২০ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৫:০৬, ০৭-০৫-১৯

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে চেকপয়েন্টে তালেবানরা হামলা চালিয়ে কমপক্ষে ২০ সেনাকে হত্যা করেছে। এসময় তারা দুইজনকে অপহরণ করেছে। খবর এপির।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি দেওয়া হবে বলে অনেকে ভেবেছিলেন। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের আলোচনার মধ্যেই তালেবানরা প্রথম রোজার দিন এ হামলা চালালো।

প্রাদেশিক কাউন্সিলর দাদুল্লাহ কানহে বলেন,  ফারাহ প্রদেশের গুলিস্তান জেলার চেকপয়েন্টে সোমবার রাতে সেনাবাহিনী ও তালেবানদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। অপহৃত সেনাদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল কায়স মঙ্গল বলেন, সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে হামলা করা হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত নই।

এদিকে তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমেদি এই হামলার দায় স্বীকার করেছেন।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে শান্তি আলোচনা আহ্বান জানানো হয়েছে। এ কাজ অনেকটা এগিয়েছেও। এরপরও প্রায় প্রতিদিনই তালেবানরা হামলা চালিয়ে যাচ্ছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top