ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১১:০৬, ০৬-০৫-১৯
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান সহ তিন জন নিহত হয়েছে।বন্দুকযুদ্ধ কালীন দুই র্যাব সদস্য আহত হয়।
সোমবার (৬ মে) ভোরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র্যাব-খুলনার স্পেশাল কমান্ডার শামীম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৬ সূত্র জানায় , আজ সকালে সুন্দরবনের বাগেরহাট জেলার চাদপাই রেঞ্জে র্যাব -৬ একটি দল অভিযান চালায় । র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র্যাবকে লক্ষ করে গুলি ছুরতে থাকে।নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে র্যাব সদস্যরা ও পাল্টা গুলি ছোরে।আর এই বন্দুক যুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। র্যাব সদস্যরা তল্লাশী চালিয়ে আহত অবস্থায় তিন জলদস্যুকে উদ্ধার করে।
স্থানীয় জেলেদের দাবী আহতরা জলদস্যু পান্না ওরফে রানা বাহিনীর প্রধান ও তার দুই সহযোগী । ঘটনাস্থল থেকে একটি ডাকাতির নৌকা ও বিপুল পরিমানে ডাকাতির সরঞ্জমাদী জদ্ব করা হয়েছে।