সুনামগঞ্জে শিশু সন্তান হত্যায় বাবার যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৬:৩৮, ০৫-০৫-১৯

মেয়েশিশু সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাক আহমদ চৌধুরী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জাল্লাবাদ গ্রামের আব্দুল মালিকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পিপি সোহেল আহমদ ছইল মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, আসামি মোস্তাক সিলেট শহরের ঝর্ণারপাড়স্থ একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী চানভানুসহ তিন শিশু সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। মোস্তাক একপর্যায়ে কলোনির এক নারীকে বিয়ে করতে চাইলে বাধা দেন তার স্ত্রী।

এ বিষয় নিয়ে স্ত্রী চানভানুর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল তার। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর দ্বিতীয় বিয়ে করার উদ্দেশে স্ত্রী সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সিলেট থেকে সুনামগঞ্জের গ্রামের বাড়িতে রওনা হন মোস্তাক।

সুনামগঞ্জ সদর টুকেরঘাট নৌকাযোগে পার হয়ে বেরাজালীর কিত্তার হাওর নামক একটি ফাঁকা স্থানে রাত ৯টার দিকে স্ত্রী চানভানু, বড় মেয়ে খোদেজা (৬) ছেলে সাইদুরকে (২) ছুরিকাঘাত করে আহত করেন তিনি।

এর পর কোলের ছয় মাসের মেয়েশিশু রিনাকে ছুরিকাঘাত ও মাটিতে আছাড় দিয়ে হত্যা করে মোস্তাক।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক মোস্তাক। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনার পরের দিন মোস্তাকের স্ত্রী চানভানু বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top