বেনাপোল প্রতিনিধি, Prabartan | প্রকাশিতঃ ১৭:২৭, ০৫-০৫-১৯
যশোরের শার্শায় আমড়াখালি খালের ডোবা থেকে রবিবার সকালে আব্দুস সালাম নামে এক মুদি ব্যাবসায়ির মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। সে বেনাপোল পাঠবাড়ী এলাকার আবু জাফরের ছেলে।
শার্শা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়,আমড়াখালি খালের ব্রীজের নীচে একটি ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে রবিবার সকালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। তবে স্থানীয়দের ধারনা কে বা কাহারা তাকে হত্যা করে খালে ফেলে দেয়।
শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান,লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনা অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছেন তারা।