ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিতঃ ১৭:০০, ০৫-০৫-১৯
সাশ্রয়ী ভাড়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল পিকমি ইন্টারসিটি সার্ভিস। জীবন যাত্রার মানকে আরও নিরাপদ ও গতিশীল করতে বাংলাদেশি অন-ডিমান্ড রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান পিকমি রাজধানী ঢাকা থেকে এই সেবা চালু করেছে।
বৃহস্পতিবার থেকে পিকমির ব্যবহারকারীরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন। পিকমির ইন্টারসিটি সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর অথবা সাভার ঘুরে আসা যাবে।
অন্যান্য অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদানকারী অ্যাপগুলোর চেয়ে তুলনামূলক কম ভাড়ায় পাওয়া যাবে এই সেবা। নতুন এই সেবা জনসাধারণের যাত্রাকে আরও নিরাপদ, সাশ্রয়ী ও গতিশীল করবে বলে জানান পিকমির কর্তৃপক্ষ।
২০১৮ ইং সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে উদ্যোক্তা ওমর আলী রাজ কর্তৃক প্রতিষ্ঠিত অ্যাপ ভিত্তিক অন-ডিমান্ড রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান পিকমি। বর্তমানে এই অ্যাপটির মোটরবাইক ও কার রাইড শেয়ারিং সার্ভিস চালু রয়েছে।